Mission

শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদানের লক্ষ্যে বর্তমানে আমাদের বিদ্যালয়ে ২৬ জন শিক্ষক রয়েছেন। পাশাপাশি নাচ ও গানের জন্য রয়েছেন জেলা পর্যায়ের সেরা ২ জন প্রশিক্ষক। সরকারি কারিকুলাম শতভাগ পালনের পাশাপাশি বিদ্যালয়ের পরিচালক জনাব ইউসুফ জামিল লিটন, প্রধান শিক্ষক জনাবা ফারজানা তাহের এবং কমিটির সদস্যবৃন্দের যৌথ সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের যাবতীয় কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে অধ্যয়নের পাশাপাশি ফ্রি কোচিংয়ের ব্যবস্থা চলমান। নার্সারি শ্রেণিতে সারা বছরের বেতন ফ্রি'র পাশাপাশি সকল শ্রেণিতে নতুন ও পুরাতন ভর্তি ফিস সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। বিদায়লয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলামের প্রতি জোর দেওয়া হয় যাতে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হয় এবং লেখাপড়া তাদের কাছে আনন্দময় হয়ে উঠে। ল্যাবরটরিতে পর্যাপ্ত পরীক্ষণ যন্ত্র এবং পর্যাপ্ত কম্পিউটার-ল্যাপটপের পাশাপাশি বিদালয়ের সকল ধরনের শিক্ষোপকরণ বিদ্যমান। বিদ্যালয়ের সকল কার্যক্রম প্রধান শিক্ষক, পরিচালক এবং কমিটির সদস্যবৃন্দ কর্তৃক নিবিড়ভাবে মনিটরিং করা হয়। পাশাপাশি সম্মানিত অভিভাবকগণের মতামত এবং পরামর্শ শ্রদ্ধার সাথে গ্রহণ করা হয়।

image