Approach

আমাদের দেশে আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা সম্বলিত এবং নৈতিক চরিত্র গঠন উন্নীত করার শিক্ষা প্রতিষ্ঠান খুবই অপ্রতুল। দু'চারটি প্রতিষ্ঠান থাকলেও সেগুলোতে লেখাপড়া করানো অনেক ব্যয়বহুল। যার ফলে একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে সুযোগ থেকে বঞ্ছিত। এই প্রেক্ষাপটকে সামনে রেখে অত্র এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি একত্রিত হয়ে আধুনিক ও মানসম্মত শিক্ষার মাধ্যমে শিশুদের পবিত্র মন-মানসিকতা গড়ে তোলার উদ্দেশ্যে ২০০৫ সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। অত্র এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও উদার মনের অধিকারী মরহুম মফিজ উল্যা কোম্পানী সাহেবের নামানুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়- ''মফিজ উল্যা মেমোরিয়াল একাডেমি''।